মোহনবাগানের হয়ে কলকাতায় প্রথম খেলতে এসেই অনুশীলনে নজর কেড়ে নিলেন গোয়ার মাঝমাঠের ফুটবলার লেনি রডরিগেজ। মঙ্গলবার বিেকলে মোহনবাগানের অনুশীলনে দেখা গেল লেনি ও বলবন্তকে। দুজনেই আই এস এল খেলার পর কয়েকদিন বিশ্রাম নিয়ে মোহনবাগানে যোগ দিলেন। চুটিয়ে করলেন অনুশীলনও। লেনি রডরিগেজ যোগ দেওয়ায় কোচ সঞ্জয় সেনের মাঝমাঠের চিন্তা কমবে। অনুশীলনে লেনিকে দেখে খানিকটা নিশ্চিন্ত হলেও এখনও উচ্ছ্বসিত হতে চান না মোহনবাগান কোচ। ফর্মে রয়েছেন স্ট্রাইকার বলবন্ত সিং–ও। যদিও কোচ সঞ্জয় সেনের কড়া নজর রয়েছে। সত্যি ঘটনা এবার মোহনবাগান যথেষ্ট ভারসাম্যের দল গড়েছে আই লিগের জন্য। কোচ বলছেন, ‘দেখুন সবাইকে এখনও পাওয়া যায়নি। এখন ১১:১১ দল করে খেলাতে পারছি না। সব ফুটবলার এখন যোগ দিতে পারেনি। তারপর বোঝা যাবে কে কেমন ছন্দে রয়েছে। তবে, মানছি এবার আমাদের দলের ভারসাম্য গতবারের চেয়ে অনেক ভাল। কিন্তু ফুটবলারদের কন্ডিশন না দেখে আমি কাউকে দুম করে মাঠে নামিয়ে দিই না। কন্ডিশনে এলে তারপর খেলানোর কথা ভাবি।’ জানা গেল, বুধবারের মধ্যে এসে পড়বেন বিক্রমজিৎ এবং ধনচন্দ্র। ৪ জানু্্য়ারি ব্রাজিলীয় ডিফেন্ডার লুসিয়ানো সাব্রোসার দলে যোগ দেওয়ার কথা। সোনি নর্ডির আসতে আসতে ৯ জানু্য়ারি হয়ে যাবে। দলের আরেক বিদেশি ফুটবলার ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিশ্বকাপার কর্নেল গ্লেন এখনও সম্পূর্ণ সুস্থ নন। নিজেকে পুরোপুরি সুস্থ করার পেছনে সময় দিচ্ছেন। সন্ধে নেমে আসার পরও দেখা গেল অনুশীলন শেষে দৌড়চ্ছেন গ্লেন। কোচ সঞ্জয় সেন বলছেন, ‘খানিকটা পেশির টান রয়েছে। সেই টান যাতে না বাড়ে তারজন্য আপ্রাণ চেষ্টা করছে গ্লেন। আশা করা যায় আই লিগ শুরু হওয়ার আগে পুরোপুরি সুস্থ হয়ে যাবে গ্লেন।’
No comments:
Post a Comment