আজ নিজেদের মাঠে বরাহনগরের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলল মোহনবাগান।আর ২০দিন পড়েই শুরু হচ্ছে আই লিগ।তাই প্রস্তুতি ম্যাচের মাধ্যমেই দলকে তৈরী করে নিতে চাইছেন মোহন কোচ সঞ্জয় সেন।আজ ম্যাচটিতে আগাগোড়াই দাপট নিয়ে খেলে গেল সবুজ মেরুণ শিবির।আজ প্রথমার্ঘে ৪-৪-২ ছকে দল নামান সঞ্জয় সেন।
গোলের নীচে দেবজিৎকে রেখে দুই সাইড ব্যাকে রাখেন সৌভিক ও সার্থক কে।সেন্ট্রাল ডিফেন্সে কিংশুক,জুদেলিন;মাঝমাঠে আদর্শ ও পঙ্কজ;দুই উইংয়ে প্রবীর ও তীর্থঙ্কর এবং স্ট্রাইকারে কাটসুমি ও গ্লেন।
প্রথমার্ধে ৬মিনিটেই প্রবীরের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন কর্ণেল গ্লেন।১১ মিনিটে গ্লেনের পাস থেকে গোল করেন প্রবীর দাস।২৭ মিনিটে কাটসুমির ভাসিয়ে দেওয়া কর্ণার থেকে হেডে গোল করেন পঙ্কজ মৌলা।খেলার ফল হয় ৩-০।
এরপর টেলিগ্রাফ বেশ কয়েকটি আক্রমণ তুলে আনে কিন্তু জুদেলিন কিংশুকরা কোনো অঘটন ঘটতে দেননি।
৪০ মিনিটে আবারো গোল।এবার কাটসুমি।
দ্বিতীয়ার্ঘের শুরুতেই তিনটি পরিবর্তন করেন কোচ।দেবজিত,সার্থক এবং প্রবীর কে বসিয়ে মাঠে নামান শিল্টন,সুমন ও নবাগত সুভাষ কে।
সুভাষ বেশ কয়েকটা সুন্দর আক্রমণ তৈরী করেন,যার একটা থেকে ৭২ মিনিটে পঙ্কজ নিজের ২য় ও দলের পঞ্চম তথা শেষ গোলটি করেন।
শেষের দিকে বিপক্ষ আক্রমণ তুলে আনলেও আমাদের ডিফেন্স কোনো রকম ভুল করেনি।আজকের ম্যাচে বেশ নজর কাড়লেন প্রবীর।অনভ্যস্ত রাইট উইং পজিশনে বেশ খেললেন এই বঙ্গ সন্তান।
সবচেয়ে ভরসা দিল আমাদের ডিফেন্স।দিনকে দিন জুদেলিন উন্নতি করছেন,ভরসা দিচ্ছেন সৌভিক ও।নজর কাড়লেন সুভাষ,রবিনসনরাও।আর কর্ণেল !!ওহ,দুর্দান্ত রিক্রুট।শেষ তিনটি ম্যাচে এই নিয়ে ৫টি গোল হয়ে গেল গ্লেনের।
আজকে ম্যাচের শেষ দিকে হালকা চোট পান কাটসুমি.তবে তা গুরুতর নয়।
"বি"দল নিয়েই আজ যা খেলল মোহনবাগান তাতে আশাবাদী হওয়াই যায়।
আজকের দল:দেবজিত(শিল্টন),সার্থক(সুমন),সৌভিক,আভেস্কা,কিংশুক,প্রবীর(সুভাষ),তীর্থঙ্কর,আদর্শ(রবিনসন),পঙ্কজ,গ্লেন,কাটসুমি
No comments:
Post a Comment