মোহনবাগান:১ বিএসএফ:০ (কর্ণেল গ্লেন ১৫' পে.)
আরও একটি প্রস্তুতি ম্যাচ।আরও একটি গোল।
আই লিগের আগে নিজেকে বেশ ভালোভাবেই তৈরী করছেন কর্ণেল গ্লেন।সবুজ মেরুণের হয়ে ৪টি ম্যাচে ৬টি গোল হয়ে গেল এই ত্রিনিদাদ ও টোব্যাগো র হয়ে বিশ্বকাপ খেলা এই স্ট্রাইকারের।
আজও ম্যাচের ১৫ তম মিনিটেই নিজের দায়িত্বে একটি আক্রমণ তৈরী করলেন গ্লেন।সেখান থেকেই পেনাল্টি এবং গোল।তবে বাকি ম্যাচটা জুড়ে চলল ঘুম পাড়ানিয়া ফুটবল।
কয়েকটি আক্রমণ তৈরী হল কিন্তু গোল এল না।আজকের ম্যাচে দলের রিজার্ভ বেঞ্চকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন সঞ্জয় সেন।
প্রথমার্ঘে গোল সামলালেন অর্ণব,দ্বিতিয়ার্ধে বিনয়।
তবে আজ বাগান ডিফেন্সকে তেমন পরীক্ষায় পরতে হল না।বিএসএফ তেমন কোনো আক্রমণ তুলতেই পারেনি।
তেমন পরীক্ষার মুখে পড়তে হয়নি আভেস্কা কে।তবে নজর কাড়লেন সার্থক গোলুই।চোট পেলেন সুভাষ সিং।তবে তা গুরুতর নয়।
অন্যদিকে আগামীকাল প্র্যাক্টিসে যোগ দেবেন ধনচন্দ্র সিং।
আরও একটি প্রস্তুতি ম্যাচ।আরও একটি গোল।
আই লিগের আগে নিজেকে বেশ ভালোভাবেই তৈরী করছেন কর্ণেল গ্লেন।সবুজ মেরুণের হয়ে ৪টি ম্যাচে ৬টি গোল হয়ে গেল এই ত্রিনিদাদ ও টোব্যাগো র হয়ে বিশ্বকাপ খেলা এই স্ট্রাইকারের।
আজও ম্যাচের ১৫ তম মিনিটেই নিজের দায়িত্বে একটি আক্রমণ তৈরী করলেন গ্লেন।সেখান থেকেই পেনাল্টি এবং গোল।তবে বাকি ম্যাচটা জুড়ে চলল ঘুম পাড়ানিয়া ফুটবল।
কয়েকটি আক্রমণ তৈরী হল কিন্তু গোল এল না।আজকের ম্যাচে দলের রিজার্ভ বেঞ্চকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন সঞ্জয় সেন।
প্রথমার্ঘে গোল সামলালেন অর্ণব,দ্বিতিয়ার্ধে বিনয়।
তবে আজ বাগান ডিফেন্সকে তেমন পরীক্ষায় পরতে হল না।বিএসএফ তেমন কোনো আক্রমণ তুলতেই পারেনি।
তেমন পরীক্ষার মুখে পড়তে হয়নি আভেস্কা কে।তবে নজর কাড়লেন সার্থক গোলুই।চোট পেলেন সুভাষ সিং।তবে তা গুরুতর নয়।
অন্যদিকে আগামীকাল প্র্যাক্টিসে যোগ দেবেন ধনচন্দ্র সিং।
No comments:
Post a Comment