Sunday, February 28, 2016

ওডাফা'কে ভয় করার থেকে মরে যাওয়া ভালো:সঞ্জয় সেন

কলকাতা:আই লিগের শেষ ম্যাচেই গোয়ার এক ক্লাব সালগাওকর কে হারিয়েছে মোহনবাগান।আগামী ম্যাচে বাগানের বিপক্ষ স্পোর্টিং ক্লুব ডে গোয়া।

ম্যাচটির প্রাক্কালে সঞ্জয় সেন কে জানতে চাওয়া হয় "পরবর্তী ম্যাচে স্পোর্টিং এর বিপক্ষে আপনার স্ট্র্যাটেজি কী?ওডাফাকে নিয়েই বা কী ভাবছেন?"
জবাবে সঞ্জয় জানান "মোহনবাগান টিম গেমে বিশ্বাসী।কোনও একজন প্লেয়ারকে মোহনবাগান আলাদা গুরুত্ব দেয় না।আমরা স্পোর্টিং এর 11 জনের বিপক্ষেই খেলব।একা ওডাফা'র বিরুদ্ধে নয়।"
"আমার টিমেও আগের দিন লুসিয়ানো,প্রনয় ছিল না,কিন্তু লেনি,বালমুচু তা বুঝতে দেয় নি।আমার ছেলেরা আই লিগ জেতার জন্য লড়ছে।ওডাফাও মানুষ,সুপারম্যান নয়।ওকে ভয় পাবার চেয়ে মরে যাওয়াই ভালো।"
আগের দিন সালগাওকর কে চূর্ণ করে ফুটছে মোহনবাগান।সঞ্জয় বলেন "আমরা পরের ম্যাচটাও জিততে চাই,সব ম্যাচ থেকেই 3 পয়েন্ট আমাদের লক্ষ।"
গ্লেনের ফর্মে ফেরা নিয়ে তিনি বলেন "ও বিশ্বমানের স্ট্রাইকার।খারাপ সময় সবার যায়,ওরও গেছে।কিন্তু সেসময় ড্রেসিংরুম ওর ওপর থেকে আস্থা হারায় নি,গ্লেনও তার মর্যাদা রেখেছে।"

No comments:

Post a Comment