Tuesday, December 29, 2015

অনুশীলনে নজর কেড়ে নিলেন লেনি রডরিগেজ

মোহনবাগানের হয়ে কলকাতায় প্রথম খেলতে এসেই অনুশীলনে নজর কেড়ে নিলেন গোয়ার মাঝমাঠের ফুটবলার লেনি রডরিগেজ। মঙ্গলবার বিেকলে মোহনবাগানের অনুশীলনে দেখা গেল লেনি ও বলবন্তকে। দুজনেই আই এস এল খেলার পর কয়েকদিন বিশ্রাম নিয়ে মোহনবাগানে যোগ দিলেন। চুটিয়ে করলেন অনুশীলনও। লেনি রডরিগেজ যোগ দেওয়ায় কোচ সঞ্জয় সেনের মাঝমাঠের চিন্তা কমবে। অনুশীলনে লেনিকে দেখে খানিকটা নিশ্চিন্ত হলেও এখনও উচ্ছ্বসিত হতে চান না মোহনবাগান কোচ। ফর্মে রয়েছেন স্ট্রাইকার বলবন্ত সিং–ও। যদিও কোচ সঞ্জয় সেনের কড়া নজর রয়েছে। সত্যি ঘটনা এবার মোহনবাগান যথেষ্ট ভারসাম্যের দল গড়েছে আই লিগের জন্য। কোচ বলছেন, ‘দেখুন সবাইকে এখনও পাওয়া যায়নি। এখন ১১:১১ দল করে খেলাতে পারছি না। সব ফুটবলার এখন যোগ দিতে পারেনি। তারপর বোঝা যাবে কে কেমন ছন্দে রয়েছে। তবে, মানছি এবার আমাদের দলের ভারসাম্য গতবারের চেয়ে অনেক ভাল। কিন্তু ফুটবলারদের কন্ডিশন না দেখে আমি কাউকে দুম করে মাঠে নামিয়ে দিই না। কন্ডিশনে এলে তারপর খেলানোর কথা ভাবি।’ জানা গেল, বুধবারের মধ্যে এসে পড়বেন বিক্রমজিৎ এবং ধনচন্দ্র। ৪ জানু্্য়ারি ব্রাজিলীয় ডিফেন্ডার লুসিয়ানো সাব্রোসার দলে যোগ দেওয়ার কথা। সোনি নর্ডির আসতে আসতে ৯ জানু্য়ারি হয়ে যাবে। দলের আরেক বিদেশি ফুটবলার ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিশ্বকাপার কর্নেল গ্লেন এখনও সম্পূর্ণ সুস্থ নন। নিজেকে পুরোপুরি সুস্থ করার পেছনে সময় দিচ্ছেন। সন্ধে নেমে আসার পরও দেখা গেল অনুশীলন শেষে দৌড়চ্ছেন গ্লেন। কোচ সঞ্জয় সেন বলছেন, ‘খানিকটা পেশির টান রয়েছে। সেই টান যাতে না বাড়ে তারজন্য আপ্রাণ চেষ্টা করছে গ্লেন। আশা করা যায় আই লিগ শুরু হওয়ার আগে পুরোপুরি সুস্থ হয়ে যাবে গ্লেন।’

Sunday, December 27, 2015

মোহনবাগানের অজানা গল্প (পর্ব-৪)

আমরা মোহনবাগানী।মোহনবাগানের ১২৬ বছরের ঐতিহ্য আমাদের কাছে গর্বের,আনন্দের।সেই সব পুরানো দিনের অজানা গল্পকেই আপনাদের কাছে তুলে ধরছে মোহন বাগান ফোরাম-বর্ণ টু রুল।
সৌজন্যে ফোরামের দুই প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত দা(মাস্টারদা নামে পরিচিত)এবং অমিত দা(সবাই চেনে King Mariner Uncrowned নামে)।
গত ৬ই ডিসেম্বর থেকে আমাদের ফেসবুক পেজে প্রতি রবিবার গল্প গুলি প্রকাশিত হচ্ছে।
এখন সেই গল্পগুলির সংকলন আমাদের ওয়েবসাইট এও....












সন্ ১৮৯১,সামনেই মোহনবাগান ক্লাব এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকি।
আনন্দে উদ্বেলিত সদস্য সমর্থকেরা মেতে উঠলেন খুশির উৎসবে। কোনও খামতি ছিল না তাদের উৎসাহে। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকিতে এসেছিলেন রাও সাহেব এবার এলেন টমাস সাহেব।
তৎকালীন ক্লাব তাঁবু তে বসেছিল চাঁদের হাট। মেম্বার সংখ্যা আরও বাড়তে লাগল,সাথে পাল্লা দিয়ে বাড়ল কর্মসূচি। একটি বড় মাঠ এর প্রয়োজনীয়তা অনুভূত হতে লাগল কর্তাদের।
.
বড় মাঠ বলতে তখন শ্যামপুকুর এর রাজা দুর্গাচরণ লাহার অধীনস্ত একটি মাঠ যাহা দেখভাল করার দায়িত্ব বর্তেছিল তৎকালীন পৌর প্রতিষ্ঠানের উপর।
কিন্তু সেখানেও অসুবিধা ,সেই মাঠে প্র্যাকটিস করত দুখিরাম বাবুর এরিয়ানস।
বাগান কর্তারা প্রথমেই ছুটলেন মহারাজার কাছে কিন্তু কর্তাদের আবেদনে কর্ণপাত করেননি রাজামশাই।
পরবর্তীকালে মোহনবাগান সম্বন্ধে খোঁজখবর নেন তিনি । শুধু পৃষ্ঠপোষকতাই নয় পরবর্তীতে মোহনবাগান এর এক অন্ধ ভক্ত হিসেবে জনমানবে খ্যাতি লাভ করেন রাজামশাই। নিজের পৈত্রিক মাঠটি তিনি মোহনবাগানকে দেন।
এরিয়ানকে শ্যাম পার্কের মাঠে সরে যেতে হয়।
ময়দানে গুঞ্জন ' এই বুঝি দুখিরাম বাবুর গোঁসা হল'।
কিন্তু কজনইবা জানত মোহনবাগান এর প্রতি দুখিরাম বাবুর দুর্বলতার কথা...

Friday, December 25, 2015

Mohun Bagan to play another practise match

25/12/2015:Mohun Bagan will play their 5th Practise game before I-league tomorrow.
Mariners will face Bhawanipur tomorrow on 8:30 AM in our club ground.
Today there was a little practise session,Players did fun after the practise.

Thursday, December 24, 2015

Mohun Bagan Signed Luciano

Kolkata,December 25: Brazilian defender Luciano Sabrosa has signed with the defending I League champions Mohun Bagan.

The FC Goa footballer has signed on a loan for the I League champions this season.
It means Judelin Aveska will have to make way for the Brazilian defender.The burly Haitian was not very impressive with his performances so far.
But with Sabrosa joining the Green and Maroon ranks,it will definitely lend a solidity to Sanjay Sen’s team.Sabrosa fill up the fourth foreigners slot.
Sabrosa played for another Kolkata club Mohammedan Sporting in 2013-14 season before joining Pune FC.He made 20 appearances in the I league for Pune FC, scoring two goals and helping the team finish fifth in the I-League under coach Karim Bencherifa’s tutelage.He also reached the finals of the Durand Cup and the King’s Cup,hosted in Bhutan,in 2015.

Courtesy:XtraTime

Wednesday, December 23, 2015

গ্লেনের গোলে জয়যাত্রা অব্যাহত বাগানের

মোহনবাগান:১ বিএসএফ:০ (কর্ণেল গ্লেন ১৫' পে.)
আরও একটি প্রস্তুতি ম্যাচ।আরও একটি গোল।
আই লিগের আগে নিজেকে বেশ ভালোভাবেই তৈরী করছেন কর্ণেল গ্লেন।সবুজ মেরুণের হয়ে ৪টি ম্যাচে ৬টি গোল হয়ে গেল এই ত্রিনিদাদ ও টোব্যাগো র হয়ে বিশ্বকাপ খেলা এই স্ট্রাইকারের।

আজও ম্যাচের ১৫ তম মিনিটেই নিজের দায়িত্বে একটি আক্রমণ তৈরী করলেন গ্লেন।সেখান থেকেই পেনাল্টি এবং গোল।তবে বাকি ম্যাচটা জুড়ে চলল ঘুম পাড়ানিয়া ফুটবল।
কয়েকটি আক্রমণ তৈরী হল কিন্তু গোল এল না।আজকের ম্যাচে দলের রিজার্ভ বেঞ্চকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন সঞ্জয় সেন
প্রথমার্ঘে গোল সামলালেন অর্ণব,দ্বিতিয়ার্ধে বিনয়
তবে আজ বাগান ডিফেন্সকে তেমন পরীক্ষায় পরতে হল না।বিএসএফ তেমন কোনো আক্রমণ তুলতেই পারেনি।
তেমন পরীক্ষার মুখে পড়তে হয়নি আভেস্কা কে।তবে নজর কাড়লেন সার্থক গোলুই।চোট পেলেন সুভাষ সিং।তবে তা গুরুতর নয়।
অন্যদিকে আগামীকাল প্র্যাক্টিসে যোগ দেবেন ধনচন্দ্র সিং

Tuesday, December 22, 2015

MohunBagan won its 4th practice match in a row.

Mohun Bagan AC has registered their victory over BSF today. CORNELL GLENN scores the only goal of the match from an Penalty in the 15th minute of the game.
Match report coming soon...

MohunBagan won its 4th practice match in a row.

Mohun Bagan AC has registered their victory over BSF today. CORNELL GLENN scores the only goal of the match from an Penalty in the 15th minute of the game.
Match report coming soon...

Monday, December 21, 2015

আগামীকাল প্রস্তুতি ম্যাচ খেলবে বাগান,ছেড়ে দেওয়া হল রামকে

22/12/15,by MBFBR:আগামীকাল বিএসএফ এর বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান
আই লিগের আগে এটিই বাগানের চতুর্থ প্রস্তুতি ম্যাচ।
অন্যদিকে গতকাল প্র্যাকটিসে যোগ দিলেন সৌভিক চক্রবর্তীকিন লুইস
আইএসএল চলাকালীন হালকা একটি চোট পান সৌভিক,অন্যদিকে ঝাড়খন্ডে বোনের বিয়েতে যোগ দিতে যাওয়া কিনও গতকাল প্র্যাক্টিসে যোগ দিলেন।
.
.
.
এদিকে ২০১৩থেকে মোহনবাগানে খেলা রাম মালিক কে ছেড়ে দিল মোহনবাগান।তার জায়গাতে আরও একজন ভালো ভারতীয় রাইট উইঙ্গারকে দলে নেবেন সঞ্জয় সেন
আই লিগ ও এসিএল এএফসির জন্য ৩০-৩১ জনের দল বানাচ্ছেন সঞ্জয়।
তাই রামকে ছেড়ে দেওয়া হল।

মোহনবাগানের অজানা গল্প (পর্ব-৩)

আমরা মোহনবাগানী।মোহনবাগানের ১২৬ বছরের ঐতিহ্য আমাদের কাছে গর্বের,আনন্দের।সেই সব পুরানো দিনের অজানা গল্পকেই আপনাদের কাছে তুলে ধরছে মোহন বাগান ফোরাম-বর্ণ টু রুল।
সৌজন্যে ফোরামের দুই প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত দা(মাস্টারদা নামে পরিচিত)এবং অমিত দা(সবাই চেনে King Mariner Uncrowned নামে)।
গত ৬ই ডিসেম্বর থেকে আমাদের ফেসবুক পেজে প্রতি রবিবার গল্প গুলি প্রকাশিত হচ্ছে।
এখন সেই গল্পগুলির সংকলন আমাদের ওয়েবসাইট এও....





Sunday, December 20, 2015

মোহনবাগানের অজানা গল্প(পর্ব-২)

আমরা মোহনবাগানী।মোহনবাগানের ১২৬ বছরের ঐতিহ্য আমাদের কাছে গর্বের,আনন্দের।সেই সব পুরানো দিনের অজানা গল্পকেই আপনাদের কাছে তুলে ধরছে মোহন বাগান ফোরাম-বর্ণ টু রুল।
সৌজন্যে ফোরামের দুই প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত দা(মাস্টারদা নামে পরিচিত)এবং অমিত দা(সবাই চেনে King Mariner Uncrowned নামে)।
গত ৬ই ডিসেম্বর থেকে আমাদের ফেসবুক পেজে প্রতি রবিবার গল্প গুলি প্রকাশিত হচ্ছে।
এখন সেই গল্পগুলির সংকলন আমাদের ওয়েবসাইট এও....



মোহনবাগানের অজানা গল্প(পর্ব-১)

আমরা মোহনবাগানী।মোহনবাগানের ১২৬ বছরের ঐতিহ্য আমাদের কাছে গর্বের,আনন্দের।সেই সব পুরানো দিনের অজানা গল্পকেই আপনাদের কাছে তুলে ধরছে মোহন বাগান ফোরাম-বর্ণ টু রুল।
সৌজন্যে ফোরামের দুই প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত দা(মাস্টারদা নামে পরিচিত)এবং অমিত দা(সবাই চেনে King Mariner Uncrowned নামে)।
গত ৬ই ডিসেম্বর থেকে আমাদের ফেসবুক পেজে প্রতি রবিবার গল্প গুলি প্রকাশিত হচ্ছে।
এখন সেই গল্পগুলির সংকলন আমাদের ওয়েবসাইট এও....


২০১৫'র উঠতি তারা প্রীতম


20/12/15;By MBFBR:আজ সর্বভারতীয় ফুটবল সংস্থা এ বছরের পুরস্কার প্রাপক দের নাম ঘোষণা করল। পুরস্কার ছিল দুটি ক্যাটেগরির:"বেস্ট ইন্ডিয়ান ফুটবলার অব ২০১৫" এবং "ইমার্জিং প্লেয়ার অব ২০১৫"। দুটি তালিকা মিলিয়ে সেরা তিনে জায়গা হয়েছিল মোহনবাগানের প্রীতমের। সেখানে "ইমার্জিং প্লেয়ার অব ২০১৫"হলেন মোহনবাগানের প্রীতম। ২০১৫র সেরা ফুটবলার হয়েছেন বেঙ্গালুরু এফসির ইউজেনেসন লিংডো।

Saturday, December 19, 2015

Mather Jobab Mathei Debo:SHOUVIK

Shouvik Ghosh, Mohunbagan left-back has recovered from the injury and is rearing to go. Team Mohunbagan in a candid chat with the ace footballer TM: Good Evening Shouvik. How are you? Belated Happy Diwali. SG: Good evening. I am fine. Same to you. TM: Shouvik, as you know, many of our fans have also send some questions for you. Therefore, we shall be asking those along with our own questionnaire if it is okay with you. SG: Absolutely fine.



Mohun Bagan likely to miss two foreigners.

20/12/15;By MBFBR:Mohun Bagan will start their I-League campaign against newly promoted North Eastern club Aizwal FC on 9th January at YBK. On this match they will likely miss the service of Sony and Judelin as the duo has been called up for the National duty.It is surely a bad news for Team Mohun Bagan,but the coach is ready to face the situation.

পঙ্কজের জোড়া গোলে বড়ো জয় মোহনবাগানের মোহনবাগান:৫ বরাহনগর(জর্জ টেলিগ্রাফ):০ -প্রবুদ্ধ গুছাইত

আজ নিজেদের মাঠে বরাহনগরের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলল মোহনবাগান।আর ২০দিন পড়েই শুরু হচ্ছে আই লিগ।তাই প্রস্তুতি ম্যাচের মাধ্যমেই দলকে তৈরী করে নিতে চাইছেন মোহন কোচ সঞ্জয় সেন।আজ ম্যাচটিতে আগাগোড়াই দাপট নিয়ে খেলে গেল সবুজ মেরুণ শিবির।আজ প্রথমার্ঘে ৪-৪-২ ছকে দল নামান সঞ্জয় সেন। গোলের নীচে দেবজিৎকে রেখে দুই সাইড ব্যাকে রাখেন সৌভিক ও সার্থক কে।সেন্ট্রাল ডিফেন্সে কিংশুক,জুদেলিন;মাঝমাঠে আদর্শ ও পঙ্কজ;দুই উইংয়ে প্রবীর ও তীর্থঙ্কর এবং স্ট্রাইকারে কাটসুমি ও গ্লেন। প্রথমার্ধে ৬মিনিটেই প্রবীরের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন কর্ণেল গ্লেন।১১ মিনিটে গ্লেনের পাস থেকে গোল করেন প্রবীর দাস।২৭ মিনিটে কাটসুমির ভাসিয়ে দেওয়া কর্ণার থেকে হেডে গোল করেন পঙ্কজ মৌলা।খেলার ফল হয় ৩-০। এরপর টেলিগ্রাফ বেশ কয়েকটি আক্রমণ তুলে আনে কিন্তু জুদেলিন কিংশুকরা কোনো অঘটন ঘটতে দেননি। ৪০ মিনিটে আবারো গোল।এবার কাটসুমি। দ্বিতীয়ার্ঘের শুরুতেই তিনটি পরিবর্তন করেন কোচ।দেবজিত,সার্থক এবং প্রবীর কে বসিয়ে মাঠে নামান শিল্টন,সুমন ও নবাগত সুভাষ কে। সুভাষ বেশ কয়েকটা সুন্দর আক্রমণ তৈরী করেন,যার একটা থেকে ৭২ মিনিটে পঙ্কজ নিজের ২য় ও দলের পঞ্চম তথা শেষ গোলটি করেন। শেষের দিকে বিপক্ষ আক্রমণ তুলে আনলেও আমাদের ডিফেন্স কোনো রকম ভুল করেনি।আজকের ম্যাচে বেশ নজর কাড়লেন প্রবীর।অনভ্যস্ত রাইট উইং পজিশনে বেশ খেললেন এই বঙ্গ সন্তান। সবচেয়ে ভরসা দিল আমাদের ডিফেন্স।দিনকে দিন জুদেলিন উন্নতি করছেন,ভরসা দিচ্ছেন সৌভিক ও।নজর কাড়লেন সুভাষ,রবিনসনরাও।আর কর্ণেল !!ওহ,দুর্দান্ত রিক্রুট।শেষ তিনটি ম্যাচে এই নিয়ে ৫টি গোল হয়ে গেল গ্লেনের। আজকে ম্যাচের শেষ দিকে হালকা চোট পান কাটসুমি.তবে তা গুরুতর নয়। "বি"দল নিয়েই আজ যা খেলল মোহনবাগান তাতে আশাবাদী হওয়াই যায়। আজকের দল:দেবজিত(শিল্টন),সার্থক(সুমন),সৌভিক,আভেস্কা,কিংশুক,প্রবীর(সুভাষ),তীর্থঙ্কর,আদর্শ(রবিনসন),পঙ্কজ,গ্লেন,কাটসুমি

পঙ্কজের জোড়া গোলে বড়ো জয় মোহনবাগানের মোহনবাগান:৫ বরাহনগর(জর্জ টেলিগ্রাফ):০ -প্রবুদ্ধ গুছাইত

আজ নিজেদের মাঠে বরাহনগরের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলল মোহনবাগান।আর ২০দিন পড়েই শুরু হচ্ছে আই লিগ।তাই প্রস্তুতি ম্যাচের মাধ্যমেই দলকে তৈরী করে নিতে চাইছেন মোহন কোচ সঞ্জয় সেন।আজ ম্যাচটিতে আগাগোড়াই দাপট নিয়ে খেলে গেল সবুজ মেরুণ শিবির।আজ প্রথমার্ঘে ৪-৪-২ ছকে দল নামান সঞ্জয় সেন। গোলের নীচে দেবজিৎকে রেখে দুই সাইড ব্যাকে রাখেন সৌভিক ও সার্থক কে।সেন্ট্রাল ডিফেন্সে কিংশুক,জুদেলিন;মাঝমাঠে আদর্শ ও পঙ্কজ;দুই উইংয়ে প্রবীর ও তীর্থঙ্কর এবং স্ট্রাইকারে কাটসুমি ও গ্লেন। প্রথমার্ধে ৬মিনিটেই প্রবীরের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন কর্ণেল গ্লেন।১১ মিনিটে গ্লেনের পাস থেকে গোল করেন প্রবীর দাস।২৭ মিনিটে কাটসুমির ভাসিয়ে দেওয়া কর্ণার থেকে হেডে গোল করেন পঙ্কজ মৌলা।খেলার ফল হয় ৩-০। এরপর টেলিগ্রাফ বেশ কয়েকটি আক্রমণ তুলে আনে কিন্তু জুদেলিন কিংশুকরা কোনো অঘটন ঘটতে দেননি। ৪০ মিনিটে আবারো গোল।এবার কাটসুমি। দ্বিতীয়ার্ঘের শুরুতেই তিনটি পরিবর্তন করেন কোচ।দেবজিত,সার্থক এবং প্রবীর কে বসিয়ে মাঠে নামান শিল্টন,সুমন ও নবাগত সুভাষ কে। সুভাষ বেশ কয়েকটা সুন্দর আক্রমণ তৈরী করেন,যার একটা থেকে ৭২ মিনিটে পঙ্কজ নিজের ২য় ও দলের পঞ্চম তথা শেষ গোলটি করেন। শেষের দিকে বিপক্ষ আক্রমণ তুলে আনলেও আমাদের ডিফেন্স কোনো রকম ভুল করেনি।আজকের ম্যাচে বেশ নজর কাড়লেন প্রবীর।অনভ্যস্ত রাইট উইং পজিশনে বেশ খেললেন এই বঙ্গ সন্তান। সবচেয়ে ভরসা দিল আমাদের ডিফেন্স।দিনকে দিন জুদেলিন উন্নতি করছেন,ভরসা দিচ্ছেন সৌভিক ও।নজর কাড়লেন সুভাষ,রবিনসনরাও।আর কর্ণেল !!ওহ,দুর্দান্ত রিক্রুট।শেষ তিনটি ম্যাচে এই নিয়ে ৫টি গোল হয়ে গেল গ্লেনের। আজকে ম্যাচের শেষ দিকে হালকা চোট পান কাটসুমি.তবে তা গুরুতর নয়। "বি"দল নিয়েই আজ যা খেলল মোহনবাগান তাতে আশাবাদী হওয়াই যায়। আজকের দল:দেবজিত(শিল্টন),সার্থক(সুমন),সৌভিক,আভেস্কা,কিংশুক,প্রবীর(সুভাষ),তীর্থঙ্কর,আদর্শ(রবিনসন),পঙ্কজ,গ্লেন,কাটসুমি

MohunBagan likely to miss two foreigners on I-LEAGUE opener.

20/12/15;By MBFBR:Mohun Bagan will start their I-League campaign against newly promoted North Eastern club Aizwal FC on 9th January at YBK. On this match they will likely miss the service of Sony and Judelin as the duo has been called up for the National duty.It is surely a bad news for Team Mohun Bagan,but the coach is ready to face the situation.

Friday, December 18, 2015

Mohunbagan total trophy list

Mohunbagan total trophy list:- FEDERATION CUP 1978, 1980, 1981, 1982, 1986, 1987, 1992, 1993, 1994, 1998, 2001, 2006, 2008 (13) NATIONAL FOOTBALL LEAGUE / iLeague 1997–98, 1999–2000, 2001–2002,2014-2015 (4) SUPER CUP 2006–2007, 2008–2009 (2) IFA SHIELD 1911, 1947, 1948, 1952, 1954, 1956, 1960, 1961, 1962, 1967, 1969, 1976, 1977, 1978, 1979, 1981, 1982, 1987, 1989, 1998, 1999, 2003 (22) DURAND CUP 1953, 1959, 1960, 1963, 1964, 1965, 1974, 1977, 1979, 1980, 1982, 1984, 1985, 1986, 1994, 2000 (16) ROVER’S CUP 1955, 1966, 1968, 1970, 1971, 1972, 1976, 1977, 1981, 1985, 1988, 1991, 1992, 2000–2001 (14) KOLKATA FOOTBALL LEAGUE 1939, 1943, 1944, 1951, 1954, 1955, 1956, 1959, 1960, 1962, 1963, 1964, 1965, 1969, 1976, 1978, 1979, 1983, 1984, 1986, 1990, 1992, 1994, 1997, 2001, 2005, 2007, 2008, 2009 (29) AIRLINES GOLD CUP 1989, 1991, 1993, 2000, 2002, 2004, 2005, 2012 (8) BORDOLOI TROPHY 1974, 1975, 1976, 1977, 1984, 1996, 2001 (7) DCM TROPHY 1997 (1) MCDOWELL’S CUP 1996 (1) PNB CENTENARY INVITATIONAL TROPHY 1995 (1) SIKKIM GOVERNOR’S GOLD CUP 1984, 1985, 1986, 1989, 1991, 1992, 1994, 2000, 2001 (9) SAIT NAGJEE CUP 1978, 1981 (2) SANGHATI CUP 1999 (1) AMRITABAZAR CENTENARY CUP 1968 (1) BENGAL JIMKHANA SHIELD 1910, 1911, 1912 (3) BELL CUP 1934, 1935 (2) CALCUTTA SOCCER LEAGUE 1932, 1933, 1934 (3) CHANDICHARAN MEMORIAL SHIELD 1941, 1949 (2) CHANDERNAGORE CUP 1916 (1) CIVIL AND MILITARY LEAGUE 1916 (1) COOCHBEHAR CUP 1904, 1905, 1907, 1908, 1916, 1925, 1928, 1931, 1935, 1936, 1940, 1941, 1944, 1948, 1949, 1962, 1972 (17) DWARBHANGA SHIELD 1933 (1) DARJEELING GORKHA BRIGADE GOLD CUP 1975, 1976, 1979, 1982 (4) D. N. GUIN MEMORIAL CUP 1944 (1) GLADSTONE CUP 1905, 1906, 1908, 1911 (4) GOVERNOR’S SHIELD OF HAZARIBAG 1933, 1939, 1941 (3) GRIFFITH SHIELD 1931, 1936, 1939, 1945 (4) JABAKUSUM CUP 1925, 1929, 1934, 1936, 1937 (5) JADUNATH MEMORIAL SHIELD 1922 (1) J.C. GUHA MEMORIAL TROPHY 1988 (1) KHAGENDRA MOMORIAL SHIELD 1917, 1918, 1938, 1940 (4) KOHINOOR SHIELD 1941 (1) LADY HARDINGE SHIELD 1935, 1936, 1941, 1942, 1944, 1948 (6) LAKSHMIBILAS CUP 1909, 1910, 1928, 1937, 1939, 1940, 1941 (7) LADY SHIFTON’S SHIELD 1933 (1) LESLIE CHALLENGE CUP 1923 (1) LIBERTY CUP 1934 (1) MINERVA CUP 1918 (1) NAWAB ASANULLAH CHALLENGE SHIELD 1910, 1911, 1912 (3) NADIA CHALLENGE SHIELD 1944 (1) PARK LEAGUE 1937, 1939, 1940 (3) POWER MEMORIAL LEAGUE 1917, 1928, 1942, 1948 (4) RAJA SHIELD 1937, 1939, 1940, 1941, 1942 (5) SACHIN MEMORIAL CHALLENGE SHIELD 1922 (1) SHIBDAS BHADURI MEMORIAL TOURNAMENT 1993 (1) SHYAMSUNDER CUP 1917, 1918 (2) ST. JOHN AMBULANCE CUP 1917, 1918 (2) S. N. BANERJEE MEMORIAL CUP 1944 (1) SURYAKANTA MEMORIAL SHIELD 1920 (1) TRADES CUP 1906, 1907, 1908, 1909, 1938, 1939, 1943, 1944, 1945, 1949, 1950, 1965 (12) VICTORY CUP 1945 (1) WILLIAM YOUNGER CUP 1936, 1937, 1949 (3)