Thursday, January 14, 2016

উলটে গেল পাশা,প্রকাশ পেল বড়োম্যাচের পূর্ণাঙ্গ পরিসংখ্যান

A MBFBR REPORT
এতদিন সবাই জানতাম ডার্বি ম্যাচ হয়েছে ৩২৪টি,ডার্বিতে ইস্টবেঙ্গল জিতেছে ১২০ টি ম্যাচ আর মোহনবাগান জিতেছে মাত্র ৯৫টি,ড্র হয়েছে ১০৯ টি
কিন্তু শাক দিয়ে আর বোধহয় মাছ ঢাকা গেলনা।
পূর্ণাঙ্গ ডার্বি স্ট্যাটিস্টিক এবার সামনে এসে গেল।
সৌজন্যে এক মোহনবাগান অন্তপ্রাণ ব্যাক্তি অভীক দত্ত।সেই অভীক দত্ত,যার জন্য সামনে এসেছিল ডার্বিতে সবুজ মেরুণ জার্সি গায়ে দ্বারভাঙ্গা শিল্ডে কানি দে 'র অবিস্মরণীয় কীর্তির কথা।
এতদিন আমাদের বিশ্ববিখ্যাত পরিসংখ্যানবিদরা বেমালুম চেপে গিয়েছিলেন এমন ১৩ টি বড়ো ম্যাচের কথা,যা মোহনবাগানের একটা স্বর্ণালি যুগের সাক্ষী।
.
.
১৯৩০-১৯৩৯,এই সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে সেইসময় এই ১৩টি ম্যাচ খেলা হয়।যার ৮টি তেই জয় পায় মোহনবাগান।ইস্টবেঙ্গল জেতে ৩টি,ড্র হয় ২টি।
সেইসময় টানা ৯টি ডার্বি খেলা হয়,যার ৮টিই জেতে মোহনবাগান।
এই পরিসংখ্যান টির সম্পূর্ণ কৃতিত্ব অভীক দত্তের।
তাকে অনেক ধন্যবাদ।
পূর্ণাঙ্গ পরিসংখ্যান
মোট ম্যাচ:৩৩৭
মোহনবাগানের জয়:১০৩
হার:১২৩
ড্র:১১১

1 comment: