Sunday, January 10, 2016

মোহনবাগানের অজানা গল্প (পর্ব-6)

আমরা মোহনবাগানী।মোহনবাগানের ১২৬ বছরের ঐতিহ্য আমাদের কাছে গর্বের,আনন্দের।সেই সব পুরানো দিনের অজানা গল্পকেই আপনাদের কাছে তুলে ধরছে মোহন বাগান ফোরাম-বর্ণ টু রুল।
সৌজন্যে ফোরামের দুই প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত দা(মাস্টারদা নামে পরিচিত)এবং অমিত দা(সবাই চেনে King Mariner Uncrowned নামে)।
গত ৬ই ডিসেম্বর থেকে আমাদের ফেসবুক পেজে প্রতি রবিবার গল্প গুলি প্রকাশিত হচ্ছে।
এখন সেই গল্পগুলির সংকলন আমাদের ওয়েবসাইট এও....












ষাটের দশকে মোহনবাগান ছিল অপ্রতিরোধ্য । অনেকে এই সময় কে মোহনবাগান এর 'স্বর্নযুগ' বলে অভিহিত করে । এই সময়কালে মোহনবাগান ছ-বার কলকাতা লিগ জেতে যেখানে চিরপ্রতিদ্বন্ধী ইস্টবেঙ্গল জয়লাভ করে মাত্র দুবার । একবার জেতে মহামেডান ও একবার পরিত্যক্ত হয় লিগ ।
.
.
এছাড়া চার বার শিল্ড, চারটি ডুরান্ড এবং দুটি রোভার্স জয় এই দশক কে মোহনবাগানময় করে তুলেছিল ।
.
.
তিন কাঠির নিচে ভরসা জোগাতেন প্রদ্যুত বর্মন। সনৎ শেঠ, মঙ্গল পুরকাইত , অসীম মৌলিক , অশোক চ্যাটার্জি,দিপু দাস দের মধ্যে চলত প্রতিযোগিতা , এ বলে আমায় দেখ...তো ও বলে আমায়। ডিফেন্সে নেতৃত্ব দিতেন জার্নাল , মাঝমাঠ এর দায়িত্ব ছিল কেম্পিয়ার উপর। কিন্তু মোহনবাগান এর এই সাফল্যের আসল রসদ জুগিয়েছিল অন্য একজন । চকিত দৌড়, দুর্দান্ত স্কিল সাথে গোলার মত শট ছিল তার পায়ে তার । গোল করতেন, করাতেন । বিপক্ষ দলের ডিফেন্সের ত্রাস ...
.
কে????
.
.
চুনী গোস্বামী

No comments:

Post a Comment