Sunday, December 20, 2015

২০১৫'র উঠতি তারা প্রীতম


20/12/15;By MBFBR:আজ সর্বভারতীয় ফুটবল সংস্থা এ বছরের পুরস্কার প্রাপক দের নাম ঘোষণা করল। পুরস্কার ছিল দুটি ক্যাটেগরির:"বেস্ট ইন্ডিয়ান ফুটবলার অব ২০১৫" এবং "ইমার্জিং প্লেয়ার অব ২০১৫"। দুটি তালিকা মিলিয়ে সেরা তিনে জায়গা হয়েছিল মোহনবাগানের প্রীতমের। সেখানে "ইমার্জিং প্লেয়ার অব ২০১৫"হলেন মোহনবাগানের প্রীতম। ২০১৫র সেরা ফুটবলার হয়েছেন বেঙ্গালুরু এফসির ইউজেনেসন লিংডো।

No comments:

Post a Comment