মোহনবাগান 3 - 1 সালগাওকর
জেজে,গ্লেন 2 ডাফি
গোয়ার মাটিতেই গোয়ান জায়েন্টদের উড়িয়ে দিল মোহনবাগান।গ্লেনের জোড়া গোলে ভর করে সালগাওকর তাঁবুতে অন্ধকার নামিয়ে আনল সঞ্জয় সেন ব্রিগেড।
এদিন মাঠে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিত ও তার ডেপুটি স্যামি ওমেলো।
বাগানের খেলা দেখে তাদের যে ফাটলো তা আর বলার অপেক্ষা রাখে না।গতকাল বাগান কোচ দলে পাননি তার ডিফেন্সের স্তম্ভ লুসিয়ানো এবং মিডফিল্ড জেনারেল প্রণয় কে।কিন্তু তাদের অনুপস্থিতিতে লেনি,বালমুচুর খেলা বাগান রিজার্ভ বেঞ্চের শক্তিরই প্রমান দেয়।
গতকাল 13' এ গোল করে মোহনবাগানকে লিড এনে দেন জেজে।এরপর 2টি অনবদ্য গোল করে প্রথমার্ধেই বাগানকে ম্যাচ প্রায় জিতিয়েই দেন কর্নেল।
দ্বিতিয়ার্ধে তাই ডাফি গোল পেলেও সালগাওকর ম্যাচে ফিরে আসতে পারেনি।
মোহনবাগানের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার স্পোর্টিং ক্লুব ডে গোয়া'র বিপক্ষে।
Really Good blog,
ReplyDeleteYou can also Check
https://10dik24.com/