Sunday, February 28, 2016

প্রকাশিত আরও ছয় ডার্বি'র স্ট্যাট

মোহনবাগান সমর্থক অভীক দত্ত'র নিরন্তর গবেষনার আরও একটি সুফল পেল মোহন জনতা।আরও ছয়টি কলকাতা ডার্বির তথ্য সামনে আনলেন অভীক।
সেই অভীক,যার সৌজন্যে আরও নটি কলকাতা ডার্বির সন্ধান পেয়েছিল মোহন জনতা।

আমরা এতদিন জেনে আসছি প্রথম কলকাতা ডার্বি খেলা হয় 1925 সালে।কিন্তু আরও পুরোনো কিছু পারিপার্শ্বিক তথ্যপ্রমান ঘেঁটে জানা গেছে,প্রথম কলকাতা ডার্বি খেলা হয় 1921 সালে,কুচবিহার কাপ ফাইনালে।
সেই ম্যাচটি শেষ হয় 0-0 তে।প্রথম কলকাতা ডার্বি'ও ড্র হয়।

এই ম্যাচটিরই ফিরতি লেগে মোহনবাগান 3-0 ব্যবধানে জয় পায়।

অর্থাৎ কলকাতা ডার্বিতে প্রথম জয় পাওয়া দল মোহবাগান এসি

এই সময়ে (1921-1925) মোট ছয়টি ডার্বি খেলা হয়,যার চারটি জেতে মোহনবাগান।ইস্টবেঙ্গল জেতে একটি।একটি ম্যাচ ড্র হয়।

ডার্বির নতুন স্ট্যাট:
মোট ম্যাচ:344
মোহন বাগান জয়ী:107
ড্র:117
ইস্ট বেঙ্গল জয়ী:124

No comments:

Post a Comment