Wednesday, January 27, 2016

Bagan Creates History,became the first Indian Side to win a ACL match

Sanjoy Sen's side picked up a memorable win over the Singaporean outfit as they now face Shangdong Luneng on February 2....
Mohun Bagan put in a fantastic display at the Salt Lake Stadium as they registered a 3-1 victory over Singapore's Tampines Rovers with goals from Jeje Lalpekhlua (5'), Cornell Glen (41') and Katusmi Yusa (83') while Hanapi pulled one back for the visitors (43').
Sanjoy Sen made just one change to the side which drew 1-1 against East Bengal last weekend with Jeje Lalpekhlua being roped in to replace Azaharuddin Mullick.
Fazrul Haque started upfront for the visitors with Kwon Jun and Noh Rahman starting in the centre of defence.

Saturday, January 23, 2016

Review:2 Brilliant Goals,a unenjoyable Match.

MOHUNBAGAN 1-1 EASTBENGAL
I-League:The 338th Kolkata derby came to an end with both sides sharing a point in the encounter. Mohun Bagan held East Bengal to a 1-1 draw in a round three I-League clash played at the Salt Lake stadium in Kolkata, on Saturday.
Ranti Martins found the breakthrough to give the Red and Golds the lead in the 63rd minute but only for Cornell Glen to score the equaliser in the 77th minute. Sanjoy Sen,the coach of the defending champions Mohun Bagan made just one change from their 4-2 victory over Salgaocar as Haitian sensation Sony Norde arrived to replace Balwant Singh out wide.

Tuesday, January 19, 2016

Bagan Fans Earged Me to play for them:SONY

Our reporter AMIT DAS had attended the press conference of Haitian Magician SONY NORDE and the gaffer SANJAY SEN Read what Sony said
.
.
.
Kolkata: The defending I League champions perhaps got it’s biggest boost yesterday,with the arrival of Haitian International Sony Norde.
Norde,who arrived in the city late last night was at the Bagan practice today.He was seen training under physical trainer Garcia along with team mate Subhash Singh.Sheer prescence of Norde lifted the moral of his teammates as they welcomed the Haiti international at the practice session.Norde was seen having a long discussion with Brazilian Luciano.The Bagan supporters came in numbers to cheer Norde today.Loud shout of “Norde – Norde” filled the air wishing him to win the derby on Saturday.

Monday, January 18, 2016

Sony Norde Joins Bagan

Calcutta:Mohun Bagan received a boost ahead of Saturday's Derby against East Bengal when Sony Norde arrived in the city in the wee hours of Monday.
The Haitian star had played a key role in Mohun Bagan winning the I-League last season and the defending champions are banking on him this time too.
Mohun Bagan have made a strong beginning to their title defence, convincingly winning both their matches against debutants Aizawl FC and Salgaocar FC.
East Bengal are also trying their best to get Bernard Mendy on board before the Derby.
The Chennaiyin FC defender,who's also a former France international, applied for visa on Monday and is expected to be in the city on Thursday.
East Bengal will have to register Mendy before 4.30 pm on Thursday to avail his services in the Derby.
East Bengal's agreement with Mendy lasts till the end of the I-League and are hoping it will work wonders for the side.

Sunday, January 17, 2016

মোহনবাগানের অজানা গল্প (পর্ব-7)

আমরা মোহনবাগানী।মোহনবাগানের ১২৬ বছরের ঐতিহ্য আমাদের কাছে গর্বের,আনন্দের।সেই সব পুরানো দিনের অজানা গল্পকেই আপনাদের কাছে তুলে ধরছে মোহন বাগান ফোরাম-বর্ণ টু রুল।
সৌজন্যে ফোরামের দুই প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত দা(মাস্টারদা নামে পরিচিত)এবং অমিত দা(সবাই চেনে King Mariner Uncrowned নামে)।
গত ৬ই ডিসেম্বর থেকে আমাদের ফেসবুক পেজে প্রতি রবিবার গল্প গুলি প্রকাশিত হচ্ছে।
এখন সেই গল্পগুলির সংকলন আমাদের ওয়েবসাইট এও....

Saturday, January 16, 2016

Luciano stars,as Mohun Bagan Won Two In A Row

Mohun Bagan 4-2 Salgaocr
BY Anselem Noronha
Malcolm Thomson saw his side suffer their second consecutive defeat in his first I-League stint with Salgaocar FC... Mohun Bagan defeated Salgaocar FC 4-2 in a round two clash at the Barasat stadium in Kolkata to climb on top of the I-League standings on Saturday evening.
Katsumi Yusa (9'), Cornell Glen (28'), Luciano Sobrosa (33') and Balwant Singh (48') gave the home side a four-goal cushion before the visitors rallied back with two goals scored by Darryl Duffy (69') and Gurjinder Kumar (86').

Friday, January 15, 2016

Match Preview:Mariners Are Ready To Seal Another Victory

16/1/16;BY PROBUDHYA GUCHAIT:Today MohunBagan is going to play their 2nd match of this Ileague as they will face goan giants Salgaocar in a home match at Barasat.The both team had started their Campaign last week,but with different results.
.
.
On the I League opener last week,Mariners had played a tough game against Newly promoted Aizawl FC,but still managed a 3-1 win as Glen strikes twice.Glen had started the party,where Balwant joined later.Star Indian sideback Pritam Kotal had mistakenly scored an own goal for AFC,as the Bagan defense fails to impress.But,the ace central back Kinsuk Debnath played a game to remember.
.
.
On the other hand,Salgaocar had started their campaign against defending Fed Cup champions Bengaluru FC;where they had played with just one foreigner Darrel Duffy & lost it by 2-1.CK Vineeth & Sunil Chhetri's goals take the match in favour of BFC.
.
.
So,the both sides will target a win today,but absolutely the Mariners are favourite in this match as the 20k Barasat Gallery will provide a electronic atmosphere for them.On the last match the gallery was singing"AMRA KARA?JITBE KARA?"which will surely be a tough thing for the visitors.
.
.
But,still there is some issues for the Mariners,as their defense is still the point of concern.The Attacking Line,Midfield & Gk's are one of the best in Asia,but they had no great defenders for them.As Brazilian Luciano Sabrosa has signed for them,it will surely boost the team.
.
.
As Debjit Majumder is available,he will play this match & Kinsuk will lead the side.
Though,SALGAOCAR is a tough opponent today,we can expect that SANJAY SEN & Co. will not alas us.
.
.
.Probable XI:Debjit,Pritam,Kinsuk(C),Luciano,Dhana,Azharuddin(U22),Bikramjit,Pronay,Katsumi,Glen,Balwant.

Thursday, January 14, 2016

উলটে গেল পাশা,প্রকাশ পেল বড়োম্যাচের পূর্ণাঙ্গ পরিসংখ্যান

A MBFBR REPORT
এতদিন সবাই জানতাম ডার্বি ম্যাচ হয়েছে ৩২৪টি,ডার্বিতে ইস্টবেঙ্গল জিতেছে ১২০ টি ম্যাচ আর মোহনবাগান জিতেছে মাত্র ৯৫টি,ড্র হয়েছে ১০৯ টি
কিন্তু শাক দিয়ে আর বোধহয় মাছ ঢাকা গেলনা।
পূর্ণাঙ্গ ডার্বি স্ট্যাটিস্টিক এবার সামনে এসে গেল।
সৌজন্যে এক মোহনবাগান অন্তপ্রাণ ব্যাক্তি অভীক দত্ত।সেই অভীক দত্ত,যার জন্য সামনে এসেছিল ডার্বিতে সবুজ মেরুণ জার্সি গায়ে দ্বারভাঙ্গা শিল্ডে কানি দে 'র অবিস্মরণীয় কীর্তির কথা।
এতদিন আমাদের বিশ্ববিখ্যাত পরিসংখ্যানবিদরা বেমালুম চেপে গিয়েছিলেন এমন ১৩ টি বড়ো ম্যাচের কথা,যা মোহনবাগানের একটা স্বর্ণালি যুগের সাক্ষী।
.
.
১৯৩০-১৯৩৯,এই সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে সেইসময় এই ১৩টি ম্যাচ খেলা হয়।যার ৮টি তেই জয় পায় মোহনবাগান।ইস্টবেঙ্গল জেতে ৩টি,ড্র হয় ২টি।
সেইসময় টানা ৯টি ডার্বি খেলা হয়,যার ৮টিই জেতে মোহনবাগান।
এই পরিসংখ্যান টির সম্পূর্ণ কৃতিত্ব অভীক দত্তের।
তাকে অনেক ধন্যবাদ।
পূর্ণাঙ্গ পরিসংখ্যান
মোট ম্যাচ:৩৩৭
মোহনবাগানের জয়:১০৩
হার:১২৩
ড্র:১১১

Mohun Bagan registered players

The 29 players who have been registered for the I-League 2015-16 so far are given below -
1. Arnab Das Sharma (Jersey No. 1)
2. Luciano Sobrosa (Jersey No. 2)
3. Raju Gaikwad (Jersey No. 3)
4. Kinshuk Debnath (Jersey No. 4)
5. Dhanachandra Singh (Jersey No. 5)
6. Bikramjit Singh (Jersey No. 6)
7. Jeje Lalpekhlua - (Jersey No. 7)
8. Lalkamal Bhowmick (Jersey No. 8)
9. Kean Lewis (Jersey No. 9)
10. Katsumi Yusa (Jersey No. 10)
11. Pronay Halder - (Jersey No. 11)
12. Pritam Kotal (Jersey No. 12)
13. Cornell Glen (Jersey No. 13)
14. Sarthak Golui (Jersey No. 14) (U-22 quota)
15. Balwant Singh (Jersey No. 15)
16. Brandon Fernandes - (Jersey No. 20)
17. Sanjay Balmuchu (Jersey No. 21)
18. Souvik Chakraborty (Jersey No. 23)
19. Debjit Majumdar (Jersey No. 24)
20. Tirthankar Sarkar (Jersey No. 25)
21. Shouvik Ghosh (Jersey No. 26)
22. Abhishek Das - (Jersey No. 28)
23. Pankaj Moula (Jersey No. 30)
24. Shilton Paul (Captain) (Jersey No. 31)
25. Robinson Singh (Jersey No. 32) (U-22 quota)
26. Prabir Das (Jersey No. 33)
27. Manish Bhargav (Jersey No. 34) (U-22 quota)
28. Azharuddin (Jersey No. 35) (U-22 quota)
29. Lenny Rodrigues (Jersey No. 42)
Updated till 14-1-2016
.
.
There will be 3/4 more additions shortly.

Jeje & 4 others signs for Mohun Bagan

I League champions Mohun Bagan have registered five players today at the IFA office.
Jeje Lalpekhlua,Pronoy Halder,Brandon Fernandes,Abhishek Das and Brazilian Luciano Sabrosa have signed in favour of the Green and Maroon.
1.Luciano Sabrosa - taken on loan from FC GOA
2.Jeje Lalpekhlua - taken on loan from Chennaiyin FC
3.Abhishek Das- taken on loan from Chennaiyin FC
4.Brandon Fernandes - taken on loan from Mumbai City FC
5.Pronay Halder - taken on loan from Dempo Sports Club

Tuesday, January 12, 2016

মোহনবাগানে যোগ দিলেন অভিষেক দাস

ইস্টবেঙ্গল থেকে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানে যোগ দিলেন ভারতের অনুর্দ্ধ-২৩ জাতীয় দলের তরুণ বাঙালী ডিফেন্ডার অভিষেক দাস
২২ বছর বয়সী এই প্রতিভাবান বঙ্গসন্তান ২০১০ থেকে ইস্টবেঙ্গলে থাকলেও সেখান থেকে বেশীরভাগ সময়ই লোনে অন্য ক্লাবে খেলেছেন। ইস্টবেঙ্গল থেকে পৈলান অ্যারোজ, ইউনাইটেড সিকিম ও চেন্নাইয়িন এফসি-র হয়ে খেলেছেন তিনি। এবারের আইএসএলেও তিনি চেন্নাইয়িন এফসি-র হয়ে খেলেছেন, তবে প্রথমদিকে নিয়মিত খেললেও পরে তেমন সুযোগ পাননি। এবার কিছুটা আকস্মিকভাবেই মোহন বাগানে এলেন তিনি। অবশ্য তাঁর আগমনে বাগান রক্ষণ কিছুটা শক্তিশালীই হল।

Sunday, January 10, 2016

মোহনবাগানের অজানা গল্প (পর্ব-6)

আমরা মোহনবাগানী।মোহনবাগানের ১২৬ বছরের ঐতিহ্য আমাদের কাছে গর্বের,আনন্দের।সেই সব পুরানো দিনের অজানা গল্পকেই আপনাদের কাছে তুলে ধরছে মোহন বাগান ফোরাম-বর্ণ টু রুল।
সৌজন্যে ফোরামের দুই প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত দা(মাস্টারদা নামে পরিচিত)এবং অমিত দা(সবাই চেনে King Mariner Uncrowned নামে)।
গত ৬ই ডিসেম্বর থেকে আমাদের ফেসবুক পেজে প্রতি রবিবার গল্প গুলি প্রকাশিত হচ্ছে।
এখন সেই গল্পগুলির সংকলন আমাদের ওয়েবসাইট এও....












ষাটের দশকে মোহনবাগান ছিল অপ্রতিরোধ্য । অনেকে এই সময় কে মোহনবাগান এর 'স্বর্নযুগ' বলে অভিহিত করে । এই সময়কালে মোহনবাগান ছ-বার কলকাতা লিগ জেতে যেখানে চিরপ্রতিদ্বন্ধী ইস্টবেঙ্গল জয়লাভ করে মাত্র দুবার । একবার জেতে মহামেডান ও একবার পরিত্যক্ত হয় লিগ ।
.
.
এছাড়া চার বার শিল্ড, চারটি ডুরান্ড এবং দুটি রোভার্স জয় এই দশক কে মোহনবাগানময় করে তুলেছিল ।
.
.
তিন কাঠির নিচে ভরসা জোগাতেন প্রদ্যুত বর্মন। সনৎ শেঠ, মঙ্গল পুরকাইত , অসীম মৌলিক , অশোক চ্যাটার্জি,দিপু দাস দের মধ্যে চলত প্রতিযোগিতা , এ বলে আমায় দেখ...তো ও বলে আমায়। ডিফেন্সে নেতৃত্ব দিতেন জার্নাল , মাঝমাঠ এর দায়িত্ব ছিল কেম্পিয়ার উপর। কিন্তু মোহনবাগান এর এই সাফল্যের আসল রসদ জুগিয়েছিল অন্য একজন । চকিত দৌড়, দুর্দান্ত স্কিল সাথে গোলার মত শট ছিল তার পায়ে তার । গোল করতেন, করাতেন । বিপক্ষ দলের ডিফেন্সের ত্রাস ...
.
কে????
.
.
চুনী গোস্বামী

Saturday, January 9, 2016

Glen's Brace led Mariners to a win

By Probudhya Guchait
MOHUN BAGAN 3-1 AIZAWL FC
Barasat: Mohun Bagan registered a comfortable 3-1 win over newly promoted Aizawl FC in their first game of the new I-League season.
Cornell Glen scored twice in the first half and Balwant Singh added the third after Pritam Kotal's own goal had put the away side on level terms.
Sanjoy Sen went in with his formidable 4-2-3-1 in quest of defending the coveted I-League title with Glen featuring upfront for the very first time and Japanese sensation Katsumi Yusa deployed in the wings in place of the absent Sony Norde.
Manuel Retamero and his team made their I-League debut with a full strength squad hoping to surprise the Green and Maroon brigade.
The game was off to a flier with the opening goal being scored inside six minutes by Bagan debutant Glen. The former Lajong forward received the ball on the left and calmly slotted it past the Aizawl custodian to score his first for the I-League champions.
Ten minutes later Aizawl managed to restore parity via a Kotal own goal. The FC Pune City full back pushed the ball into his own net in an attempt to clear the ball from a Alfred Jayran shot. The scoreline was level inside 16 minutes. In the 22nd minute, Glenn restored the lead for the Kolkata side. Balwant grabbed the chance on the counter after a corner. The forward made a run from the left to find Glen outside the box. The Trinidadian received the ball to swivel 180 degrees to shoot past a hapless Poirei Soram.
The third goal for the Mariners came 15 minutes before half time. Balwant blazed past the Aizawl defenders with his pace and his right footer found the bottom left corner, beating the ex-Bengaluru FC custodian.
The second half turned into a drab encounter with nothing much resulting from the few attacks from either side. Kinshuk Debnath almost managed to scare the Mariners in the 51st minute which could have been the second own goal of the game. The youngster tried to clear the ball but his horrific effort went just wide of the net. On the stroke of the hour, Balwant tried to take a shot but did not make Poirei Soram sweat much in front of the net. In the 67th minute Glen had a chance to score his hat-trick but a bad decision to only head the ball costed him as the keeper kicked the ball clear.
Aizawl were on the attack a minute later, Biakthanga’s cross from the right found Jayran. The Liberian took a shot only for Kinshuk to clear it away.
With 20 minutes left to go on the clock, the away side had a chance on the edge of the box. Skipper Mstluanga’s freekick could not go past the wall. The rebound was then shot off into the stands.
Albert latched onto an opportunity in the 79th minute as his shot grazed past the outside of the net. Aizawl missed a real chance in this effort. Mohun Bagan were second best on the pitch towards the end. The second division champions though. failed to capitalize on the chances created as they lacked the finishing touch and did not pose much of a threat in the final third.
The title-holders held onto grab all three points and march onto their quest of retaining the I-League trophy. It was a good outing for the debutants Aizawl but their inexperience was pretty much evident.

Thursday, January 7, 2016

Pronay joins Bagan in Rs 1.15 cr deal

Jan 8, 2016, 12.28 AM IST Panaji: Pronay Halder has turned his back on Bengaluru FC and instead prefered to join Mohun Bagan in a two-year deal worth Rs 1.15 crore.
The defensive midfielder played for FC Goa in the Indian Super League (ISL) and then returned to Dempo Sports Club, his parent club. But with Dempo now only playing in the second division I-League, Pronay was given the freedom to leave if the club could part with a transfer fee.
Bengaluru FC had kept watch on the player for a long time and even agreed on paying a transfer fee of Rs 15 lakh to Dempo. But over the last couple of months, the Federation Cup champions cooled their interest in the player -- possibly due to injury concerns - and, instead, Mohun Bagan swooped to conquer.
According to sources, Pronay completed the transfer formalities by signing the two-year contract in Goa on Thursday.
Pronay will pocket Rs 35 lakh till May this season and receive Rs 80 lakh for the second year.
Of course, Mohun Bagan, defending champions in the I-League, will recover at least 50 per cent of the Rs 80 lakh they are paying him for the second year from any franchise who will bid for his services for the next edition of ISL.
Pronay, a technically sound defensive midfielder, has been hampered by injuries since the Asian Games in 2014 and was handed his India debut by Stephen Constantine last year.

মোহনবাগানের চূড়ান্ত ৩২

আগামীকাল আমরা শুরু করছি আই লিগ অভিযান।তার আগে দেখে নেওয়া যাক আমাদের চূড়ান্ত ৩২।
গোলকিপার:দেবজিত,শিল্টন,অর্ণব,বিনয়।
রক্ষণ:প্রীতম,ধনচন্দ্র,প্রবীর,সৌভিক ঘোষ,সঞ্জয়,সার্থক,রাজু,কিংশুক,লুসিয়ানো।
মাঝমাঠ:প্রণয়,লেনি,সৌভিক চক্রবর্তী,বিক্রমজিৎ,কেন,পঙ্কজ,তীর্থঙ্কর,লালকমল,রবিনসন,আদর্শ,মনীশ,ব্র্যান্ডন,কাটসুমি,সনি
আক্রমণ:বলবন্ত,জেজে,সুভাষ,আজহারউদ্দীন,গ্লেন
রক্ষণভাগে গৌরমাঙ্গি'র সঙ্গে কথা চালাচ্ছেন কর্তারা।তাকে পাওয়া গেল পঙ্কজ/মনীশ এর মধ্যে একজনকে চূড়ান্ত ৩২ থেকে বাদ দেওয়া হবে।
যে প্লেয়াররা চুক্তিবদ্ধ কিন্তু চূড়ান্ত ৩২এ নেই তারা দুর্গাপুর সেইল অ্যাকাডেমি তে প্র্যাকটিস করবেন।

Sunday, January 3, 2016

মোহনবাগানের অজানা গল্প (পর্ব-5)

আমরা মোহনবাগানী।মোহনবাগানের ১২৬ বছরের ঐতিহ্য আমাদের কাছে গর্বের,আনন্দের।সেই সব পুরানো দিনের অজানা গল্পকেই আপনাদের কাছে তুলে ধরছে মোহন বাগান ফোরাম-বর্ণ টু রুল।
সৌজন্যে ফোরামের দুই প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত দা(মাস্টারদা নামে পরিচিত)এবং অমিত দা(সবাই চেনে King Mariner Uncrowned নামে)।
গত ৬ই ডিসেম্বর থেকে আমাদের ফেসবুক পেজে প্রতি রবিবার গল্প গুলি প্রকাশিত হচ্ছে।
এখন সেই গল্পগুলির সংকলন আমাদের ওয়েবসাইট এও....












ঐতিহাসিক শিল্ড জিততে কম বাধা টপকাতে হয়নি মোহনবাগান কে। মোহনবাগান দল তখন খালি পায়ে খেলতো ,ব্যতিক্রম ছিলেন একমাত্র সুধীর চ্যাটার্জি। প্রথম রাউন্ডে গোরাদের টিম সেন্ট জেভিয়ার্স কে ৩ গোলে হারাল মোহনবাগান । ম্যাচটিতে মোহনবাগান এর প্রাধান্য দেখে চিন্তিত গোরারা মোহনবাগান কে রোখার জন্য অসৎ পথ অবলম্বন করে।
. .
পরের ম্যাচ, প্রতিপক্ষ রেঞ্জার্স। প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে তুমুল বৃষ্টি শুরু হয়, জলকাদার মাঠে মোহনবাগান কিছুটা রক্ষনশীল হয়ে পড়ে। রেফারীর বদ্যানতায় একটি গোল ও শোধ করে রেঞ্জার্স।এরপর অবৈধভাবে একের পর এক তিনটি পেনাল্টি রেঞ্জার্স কে উপহার দিলেন রেফারি। ধরেই নেওয়া হয়েছিল মোহনবাগান হেরে যাবে। কিন্তু অসম্ভবকে সম্ভব করার সাহস যাদের মনে থাকে ভগবান ও যে তাদেরই সহায় থাকেন।
.
.
মানে বুঝলেন না তো? ম্যাচটি মোহনবাগান জিতল ২-১ ব্যবধানে সৌজন্যে দুর্গ-প্রহরী অতিমানব হিরালাল মুখার্জির তিনটি অবিশ্বাস্য পেনাল্টি সেভ।
মোহনবাগানই রাই পারে এসব তাই না!!

নাম নয়, পারফরমেন্স দিয়ে দলে সুযোগ করে নাও:সঞ্জয় সেন

আই এস এলের ফুটবলাররা যোগ দিচ্ছে না, এই নিয়ে এতদিন মাথাব্যথা ছিল মোহনবাগান কোচ সঞ্জয় সেনের। সেই মাথাব্যথা কমতে না কমতেই নতুন সমস্যায় সঞ্জয়। আই লিগের সঙ্গে পিঠোপিঠি শুরু হচ্ছে সর্বভারতীয় অফিস টুর্নামেন্ট। যাতে রয়েছে শিলটন পাল, প্রীতম কোটাল, কিংশুক দেবনাথ, রাম মালিক, পঙ্কজ মৌলা, দেবজিৎ মজুমদার, তীর্থঙ্কর রায়, প্রবীর দাস, শৌভিক ঘোষ, লালকমল ভৌমিকদের মতো বাগানের জনা দশেক সদস্য। এঁদের মধ্যে বেশির ভাগই প্রথম সারির ফুটবলার। আর অফিস লিগের খেলা মানে ফুটবলারদের ছাড়তে ক্লাব বাধ্য। গত মরশুমে আই লিগের ফাইনাল খেলতে গিয়ে সি ই এস সি–র চাকরি ছাড়তে হয়েছিল প্রীতমকে। এখন তিনি ইনকাম ট্যাক্সের চাকরিতে যোগ দিয়েছেন। তবে আয়কর দপ্তরের কিংশুক, শিলটন, লালকমল, প্রীতমদের অফিস খেলার সূচি অনুযায়ী, ক্লাবের জার্সিতে খেলতে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু বাকিদের? উদ্বিগ্ন রয়েছেন বাগান সারথি। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিন্তার সুরে সঞ্জয়ের মন্তব্য, ‘অফিস লিগের খেলাও শুরু হচ্ছে। একটু সমস্যা হল, তা মানতেই হবে। চ্যালেঞ্জ হিসেবে দেখছি, দেখা যাক কীভাবে সামলানো যায়।’ এই চিন্তার মাঝেও নিজের অবস্থানে অনড় আই লিগ চ্যাম্পিয়ন কোচ। তঁার মন্ত্র,নাম নয়, পারফরমেন্স দিয়ে দলে সুযোগ করে নাও। লুসিয়ানো দলের সঙ্গে এখনও যোগ দেননি। তঁার আসতে আসতে আগামী সপ্তাহ হয়ে যাবে। সনিও নেই। ফলে ৯ জানুয়ারি প্রথম ম্যাচে দুই বিদেশিকে নিয়েই শুরু করার ভাবনা বাগান কোচ সঞ্জয় সেনের। ব্রাজিলীয় ডিফেন্ডারের প্রসঙ্গে সঞ্জয়ের সটান জবাব, ‘লুসিয়ানো চলে আসবে আর ওকে খেলাব, সেটা ভাবলে ভুল। আগে ফিটনেস যাচাই করে নেব।’ শনিবার বাগান অনুশীলনের শেষে মানবিকতার স্পর্শ। বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটের রেস্তোরাঁ থেকে বেরিয়ে সঞ্জয় সেনের স্ত্রীর মোবাইল খোয়া গিয়েছিল। মঙ্গল কর্মকার ও বিকাশ বিশ্বাস নামে দুই ব্যক্তি শনিবার সকালে সেই হারিয়ে যাওয়া মোবাইল মোহনবাগান কোচের হাতে তুলে দেন। এ দিন অনুশীলন শেষে, একটি ফ্যানস ক্লাবের তরফে নববর্ষের শুভেচ্ছা জানাতে সবুজ–মেরুন কোচ ও ফুটবলারদের হাতে পুষ্পস্তবক এবং গ্রিটিংস কার্ড তুলে দেওয়া হয়।